একদিকে পোলিও টিকাকরনের সূচনা অন্যদিকে টিকাকরন থেকে কর্ম বিরতি রেখে একাংশ আশা কর্মীদের বিক্ষোভ! জলপাইগুড়িতে। দাবী পূরন না হলে আন্দোলনের হুশিয়ারি। রবিবার, জলপাইগুড়ির একাধিক জায়গায় ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে কর্ম বিরতি করে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। তাদের অভিযোগ, রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার কোনো সরকারের বাজেটে তাদের দাবি তুলে ধরা হয় নি। এমনকি কম ভাতার বিনিময়ে অধিক শ্রম করানোরও অভিযোগ করেন তারা। তাদের আরও অভিযোগ এই আন্দোলনকে লাগানোর দমানোর চেষ্টা করে হচ্ছে। তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আশাকর্মীরা। অন্যদিকে রবিবার পোলিও ভাইরাস থেকে বাঁচতে সারাবিশ্বে পোলিও টিকা দেওয়া হয় শিশুদের। রবিবার জলপাইগুড়ির একদিকে বুথে বুথে সুস্থ ভাবে পোলিও টিকাকরন দেখা যায়।