ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে রবিবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে রাজগঞ্জের সাহুডাঙ্গি এলাকার উড়ালপুলের নীচে। স্থানীয় সূত্রে জানা যায়, সাহুডাঙ্গি এলাকায় রেলের ওভার ব্রিজের নীচ দিয়ে ওই ব্যক্তি সাইকেল নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। সেইসময় ট্রেনের ধাক্কায় ব্যক্তি ছিটকে পড়েন।সাইকেলটিও দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সে এলাকার কর্তব্যরত এক রেলকর্মী বলেন, খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখি এক ব্যক্তি রেল লাইনের পাশে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তার সঙ্গে থাকা সাইকেলটিও দুমড়েমুচড়ে গিয়েছে।রেল পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।