আগামী ১০ মার্চ ব্রিগেড সভা সফল করার লক্ষে, ফুলবাড়ীতে সভা তৃণমূলের - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! আগামী ১০ মার্চ ব্রিগেড সভা সফল করার লক্ষে, ফুলবাড়ীতে সভা তৃণমূলের

আগামী ১০ মার্চ ব্রিগেড সভা সফল করার লক্ষে, ফুলবাড়ীতে সভা তৃণমূলের

১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা সফল করার উদ্দেশ্যে ফুলবাড়ি মোড়ে সভা করলো তৃণমূল কংগ্রেস। ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সভা করা হয়। উল্লেখ্য, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আগামী ১০ মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।ব্রিগেড সভার নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’। এই ব্রিগেড সভা সফল করার উদ্দেশ্যে রবিবার ফুলবাড়িতে সভার আয়োজন করা হয়। এদিন ডাবগ্রাম-ফুলবাড়ির বিভিন্ন এলাকার কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশীষ প্রামাণিক, ডাবগ্রাম ফুলবাড়ির সহ সভাপতি গৌতম গোস্বামী, জেলা পরিষদের সদস্য মনীষা রায়,আইএনটিটিইউসি’র ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি সুকান্ত কর, অঞ্চল সভাপতি রবিউল করিম সহ অন্যান্য নেতৃত্বরা।

Advertisement
close