ভোটকেন্দ্রে আচমকাই পড়ে গিয়ে মৃত্যু হল CPIM কর্মীর! - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! ভোটকেন্দ্রে আচমকাই পড়ে গিয়ে মৃত্যু হল CPIM কর্মীর!

ভোটকেন্দ্রে আচমকাই পড়ে গিয়ে মৃত্যু হল CPIM কর্মীর!

এদিন প্রথম দফায় সারা দেশে ১০২টি লোকসভা কেন্দ্রে হল ভোট গ্রহণ। রাজ্যের তিন লোকসভা কেন্দ্রেও ছিল ভোট গ্রহণ। ভোট গ্রহণ হল কোচবিহার-জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে। নিশীথ-উদয়নের জেলায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয় ভোট। তবুও অশান্ত পরিস্থিতি তৈরি হয় কোচবিহারে। এদিকে জলপাইগুড়িতে হল এক মর্মান্তিক ঘটনা। সিপিআইএমের অস্থায়ী ক্যাম্পে বসেছিলেন একদলীয় কর্মী, আচমকায় অসুস্থ হন তিনি, পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম প্রদীপ দাস বয়স আনুমানিক ৫৮। জানা যায়, তিনি সিপিএমের একনিষ্ঠ কর্মী ছিলেন। এই ঘটনায় হসপিটাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। সিপিএম সূত্রে খবর, ধূপগুড়ি ব্লকের বিনয় সাহা মোড় এলাকার ১৫/১২৪ নম্বর বুথের বাইরে দলের ক্যাম্পে বসেছিলেন প্রদীপ। জানা গিয়েছে তিনি কর্ম জীবনে করতেন সবজির দোকান। ক্যাম্পে বসে দলেরই কাজ করছিলেন তিনি। আচমকাই ঘটে এই ঘটনা।

Advertisement
close