Madhyamik Result 2024: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কোথায় কিভাবে দেখবেন? - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! Madhyamik Result 2024: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কোথায় কিভাবে দেখবেন?

Madhyamik Result 2024: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কোথায় কিভাবে দেখবেন?

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর অনুযায়ী, মে মাসের ২ তারিখ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ২০২৪ (Madhyamik Result 2024) ৷ সূত্রের খবর, ২ তারিখ সকাল ৯টায় প্রকাশিত হবে ফলাফল (Online Results)৷ সকাল ৯.৪৫ থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে৷ পাশাপাশি প্রতিবারের মতো এবারও প্রথম দশ পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হবে পর্ষদের তরফে।

পর্ষদ সূত্রে আরো পাওয়া খবর অনুযায়ী, wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in - অফিশিয়াল এই ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পাবে এবং ডাউনলোড করতে পারবে রেজাল্টও। এছাড়াও, ফলাফল প্রকাশের দিনই নিজের নিজের স্কুল থেকে রেজাল্ট পাবে ছাত্রছাত্রীরা৷

Advertisement
close