২০২৪ মাধ্যমিক পরীক্ষায় কে প্রথম হয়েছে? এবং কতজন মোট মেধা তালিকায়? - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! ২০২৪ মাধ্যমিক পরীক্ষায় কে প্রথম হয়েছে? এবং কতজন মোট মেধা তালিকায়?

২০২৪ মাধ্যমিক পরীক্ষায় কে প্রথম হয়েছে? এবং কতজন মোট মেধা তালিকায়?

২০২৪ এর মাধ্যমিক পরীক্ষায় ৭ লাখ ৬৫ হাজার ২৫২ পরীক্ষার্থী এবার পাশ করেছেন। ১ লক্ষ ১৮ হাজার ৪১১ হাজার এবারে ৬০ শতাংশের বেশি মার্কস পেয়েছেন মাধ্যমিক পীক্ষায়। ১২.৯৮ শতাংশ। এদিকে ১.০৯ শতাংশ পড়ুয়া ‘ডবল এ’ পেয়েছে এবারের পরীক্ষায়। এবারের মেধাতালিকায় আছেন ৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন আছে এবারের মেধাতালিকায়। কালিম্পঙে পাশের হার ৯৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। সার্বিক ভাবে রাজ্যে মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১ শতাংশ।

২০২৪ মাধ্যমিক পরীক্ষায় কে প্রথম হয়েছে?
প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। সে পেয়েছে ৬৯৩। ৯৯শতাংশ। দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। সে পেয়েছে ৬৯২ মার্কস। তৃতীয় হয়েছে তিনজন - দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ (বালুরঘাট হাই স্কুল), বীরভূমের পুষ্পিতা বাঁশুরি, দক্ষিণ ২৪ পরগনার নৈনিত রঞ্জন পাল (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)। তারা পেয়েছে ৬৯১। প্রথম স্থানে থাকা চন্দ্রচূড় সেন ডাক্তার হতে চায়। পড়াশোনা ছাড়াও গানবাজনা, সাহিত্য চর্চা নিয়ে আগ্রহী চন্দ্রচূড়। সারা দিনে কোনও নির্দিষ্ট সময়ের জন্য পড়াশোনা করত না বলে জানিয়েছে চন্দ্রচূড়। তার কথায়, যখন পড়াশোনা করতে ইচ্ছে করত তখনই সে পড়ত। ৪০ মিনিটের মতো পড়াশোনা করে কিছুক্ষণের জন্য ব্রেক নিয়ে নিত সে।

Advertisement
close