Madhyamik Result 2024: দেখুন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৪! - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! Madhyamik Result 2024: দেখুন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৪!

Madhyamik Result 2024: দেখুন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৪!

মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024) চলতি বছরে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষ ২৩ হাজার। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ করতে হয় মধ্যশিক্ষা পর্ষদকে (WBBSE)। যে সময়সীমা শেষ হচ্ছে আগামী ১২ মে। তার আগেই, ২ মে অর্থাৎ আজ প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result 2024)। এদিকে, ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মাধ্যমিকের (Madhyamik Exam 2025) সূচিও। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি শুরু হবে এবং ২৪ ফেব্রুয়ারি শেষ হবে।

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৪!

আজ সকাল ৯ টায় সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করা হবে। এরপর সকাল ৯ টা ৪৫ থেকে একাধিক ওয়েবসাইটে পাওয়া যাবে মাধ্যমিকের ফলাফল ।

একনজরে দেখুন কোন কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে মাধ্যমিক পরীক্ষার ২০২৪ এর ফলাফল! (Madhyamik Result 2024) !

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট লিংক ২০২৪!

Wbresults.nic.in থেকে কিভাবে রেজাল্ট দেখবেন?

১. WBBSE-র অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://wbresults.nic.in/
২. Madhyamik Examination 2024-এর উপর ক্লিক করুন।
৩. 'Result' ট্যাবে যান।
৪. আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ ইনপুট করুন।
৫. 'Submit' বাটনে ক্লিক করুন।
৬. আপনার রেজাল্ট স্ক্রীনে দেখা যাবে।
৭. আপনার রেজাল্টের একটি কপি ডাউনলোড করুন এবং সেভ করে রাখুন।

wbbse.wb.gov.in এই ওয়েবসাইট থেকেও একইভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে।

   সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল!   

Advertisement
close