এদিন সন্ধ্যা ৭:২৮ নাগাত মৃদু কম্পনের অনুভূতি পান উত্তরবঙ্গ বাসি। তবে সরকারি তরফে কোনো তথ্য পাওয়া যায়নি। কিছুদিন আগেই ঠিক-এই দিনই হয়েছিল ভূমিকম্প। যার রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। ২১ এ জানুয়ারি দুপুর ৩টে ৪২ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছিল। এরপর দুপুর ৩টে ৫৫ মিনিটে আরও একটি কম্পন অনুভূত হয়।
-----------------------------------
সেই আগের ভূমিকম্পের সময় ঠিক এবারেই মতই প্রায়। তবে এদিন রাত্রি ৭:২৮ নাগাত হটাৎ একবার ঝুকুনি দিয়ে কেপে উঠলো মাটি। তরী ঘড়ি মানুষের হইচই দেখা গিয়েছে কিছু কিছু এলাকায়। তবে কেউ কেউ আবার মানতেই নারাজ যে ভূমিকম্প হয়েছিলো বলে।